|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- ২০২৪শে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫দিনের সফরে এখন বিরোধী দলের সঙ্গে আলোচনায় দিল্লিতে আছেন। দিদিকে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নিয়ে মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে মানত ও পূজো দিলেন ডা: হা: ১নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন। ২১শের বিধানসভা নির্বাচনে একক ভাবে জয়লাভ করে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। দিদি প্রধানমন্ত্রী হলে গ্রামের শীতলা মন্দির সহ দেবতার কাছে পূজো দেওয়ার মানত করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেইমতো মঙ্গল বার ডা: হা: ২নম্বর ব্লক সহ মাথুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মন্দিরে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে পূজো দিলেন ব্লক সভাপতি অরুমায় গায়েন।
বিধায়ক জিতলেও এবছর করোনা পরিস্থিতিতে কোনো বিজয়উৎসব পালিত হয়নি। আকরা পুঞ্জ গ্রামে শীতলা মন্দিরে পূজো দেওয়ার পর হাজির হয় মা মনসা শিতলা পঞ্চোনন্তলা মন্দিরে। সেখানেও যথারিতি কর্মীদের সঙ্গে পূজো দেন।করোনা পরিস্থিতির মধ্যেও কভিড প্রটেকশন মেনে চলছে এলাকায় এলাকায় শীতলা মায়ের পূজো। আর এই পূজোর মধ্যেই মানধ শোধে এলাকার মানুষদের মধ্যে উন্মদনা ছিল যথেষ্ট।
মন্দির প্রাঙ্গনে হাজির ছিলেন মহিলা সহ দলের কর্মী সমর্থক ও এলাকাবাসী।
ব্লক সভাপতি অরুময় গায়েন জানান দেশ স্বাধীন হওয়ার পরে এখনো বাংলার কোনো প্রধানমন্ত্রী হয় নাই, ২০১১ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বাংলায় একটার পর একটা প্রকল্প সৃষ্ঠি করে বাংলার রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল জনগন ভালো থাকে সুস্থ থাকে সেই চেষ্টা করছে। আজকের দিনে গ্রাম শহর,এবং শহর লন্ডনের প্রতি ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী জা পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেখিয়ে দিয়েছে,আমাদের দ্রিও বিশ্বাস এরকম মমতা ময়ি মা ভারতীয় জননী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হলে বিশ্বের সেরা ভারতবর্ষ হবে I তাই আমরা আকরা পুঞ্জ গ্রাম সহ ব্লকের একাধিক মন্দিরে পূজা দেওয়া এবং মসজিদে ঈশ্বর আল্লাহর কাছে দোয়া কামনা করার আহ্বান করে,যেনো আগামী দিনে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চাই। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: হা: ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, অঞ্চল তৃনমূলের সভাপতি আনারুল গায়েন, সহ অঞ্চলের নেতৃত্বরা।