ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ

সেখ সামসুদ্দিন, ১৭ আগস্টঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে ব্লক ও শহরে চলছে অবস্থান-বিক্ষোভ। মেমারি ১ ব্লকের নিমো-১ অঞ্চলের রসুলপুর বাজারে নিমো ১ ও ২, দলুই বাজার ১ ও ২ ও আমাদপুর অঞ্চলকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, পূর্ত কর্মধ্যক্ষ পার্থ দাস বিদ্যুৎকর্মা দক্ষ মহঃ সাজাহান জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তাসমিনা খাতুন, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান উপপ্রধান সহ শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। প্রখর রৌদ্রে বেলা দুটো থেকে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করা হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণে দোষীদের গ্রেপ্তার ও চরম শাস্তি ফাঁসি চাওয়া হয় এবং একই সঙ্গে সিপিআইএম ও বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়। এদিন রসুলপুর বাজারে বহু মানুষের জমায়েত হয়।