|
---|
অতনু ঘোষ ,নতুন গতি, পূর্ব বর্ধমান:রাসবিহারী হালদার এর উপস্থিতিতে মেমারি শহর ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল মেমারি শহরের” উৎসব” অনুষ্ঠান বাড়িতে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার,মেমোরি 1 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি জিতেন্দ্র সিং,মেমারি শহর যুব তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিমাদ্রি মন্ডল, মেমারি শহর সংখ্যালঘু সেল এর সভাপতি ফারুক আব্দুল্লাহ, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল, দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ সহ যুব তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এই কর্মী সম্মেলনে মেমারি শহরের বেশ কয়েকজন যুবক-যুবতী তৃণমূল যুব কংগ্রেস এ যোগদান করে। যোগদানকারীদের পক্ষ থেকে জানা যায় তারা এর আগে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার।