অবরোধ শুরু খন্যানে:স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ।

    সকাল ৭টা ১০ মিনিটে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, তারপরও আজ সকাল থেকে ছবিটা বদলায়নি। বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।