|
---|
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, চাঁচল: চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে রাতে ব্লাড ব্যাংক বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে। শুধু মাত্র গর্ভবতী মহিলাদের রাত্রে রক্ত দেওয়া ও নেওয়া হয়। বাকিদের সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিষেবা দেওয়া হয়। এমনকি রাতে সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের রক্তের প্রয়োজন হলে পরিজনদের নাজেহাল হতে হয় বলে অভিযোগ। এজন্য নানা মহল থেকে সুপারস্পেশালিটি হাসপাতালে ২৪ ঘণ্টা ধরে ব্লাড ব্যাংক চালুর দাবি উঠেছে।
এই পরিস্থিতিতে দিনরাত ব্লাড ব্যাংক চালুর দাবি উঠেছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন-এর মালদা জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফ্রম এর সম্পাদক আলমগীর খান বলেন, আজ আমরা কিছু বাচ্চাদের খাওয়াতে এসেছিলাম হরিশচন্দ্রাপুরে। কাজ সেরে বেরানোর সময় আমাদের কাছে একটা A+ রক্তের রিকুইজিশন আসে, রুগী থ্যালাসেমিয়া বাচ্চা, সকাল থেকে রক্ত পাই নি। A+ রক্তদাতা আমাদের সাথেই ছিল। শোনামাত্র আমরা চাঁচল স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংকে গিয়ে দেখতে পাই ব্লাড ব্যাংকের মেন দরজায় তালা দেওয়া। ভিতরে কেউ নেই। গেটে একটি নম্বর চিপকানো ছিল ইমারজেন্সি বলে। আমরা তখন কল করলে কিছুক্ষন পর আসে একজন স্টাফ। কথা হলো ব্লাড ব্যাংকে তালা দেওয়া কেনো? উনি বললেন স্টাফ কম ও আজ রক্তদান শিবির হয়েছে তাই সবাই বাড়িতে। MOIC স্যার এর নাম্বার নিয়ে উনাকে ফোন করে কথা বললাম, ব্লাড ব্যাংকে তালা দেওয়া কেনো? উনি বললেন তালা দেওয়া থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত খোলা তারপর বন্ধ থাকে। জিজ্ঞেসা করলাম এরকম কেনো? উনি বললেন, স্টাফ কম তার জন্য এই অবস্থা। আমি উনাকে আবারও বললাম এরকম কোনো গাইডলাইন আছে যে ব্লাড ব্যাংকে তালা দিতে হবে? উনাকে আরও জিজ্ঞেসা করলাম বাইরে একটি কাগজে লেখা আছে রাত্রে প্রসূতি মহিলা ছাড়া রক্ত দেওয়া ও নেওয়া হবে না? এরকম কেনো? উনি বললেন কাল আসুন কথা বলবো বলে উনি কল কেটে দেন।
Assistant Super কে ফোন করেছিলাম উনি তুলেন নি ফোন। একটি মহাকুমা ব্লাড ব্যাংক এইভাবে চলতে পারে না, স্টাফ কম দেখিয়ে ব্লাড ব্যাংকে তালা মেরে রাখা ধিক্কার জানাই। ব্লাড ব্যাংক শুধুমাত্র প্রসূতি মহিলার জন্য আর বাকি এক্সিডেন্ট রুগি বা সাধারণ রুগীরা কোথায় যাবে। রক্তযোদ্ধাদের সাথে খারাপ ব্যাবহার করা হয় যা শুনলাম। কাল MOIC সাথে চাঁচলের রক্তযোদ্ধারা মিটিং করবেন এবং আমি নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করবো।
আজ চাঁচলে ক্যাম্প হয়েছে থ্যালাসেমিয়া বাচ্চাটিকে কাল রক্ত দেওয়া হবে ব্লাড ব্যাংক থেকে। তিনি আরো বলেন ব্লাড ব্যাংক চালু হওয়ায় অনেক সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তবে রাতের পরিস্থিতি বিবেচনা করে ২৪ ঘণ্টা সেটি চালু থাকলে ভালো হয়।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক এর করুন অবস্থা। চাঁচল স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক এর MOIC ডা. প্রদীপ মন্ডল বলেন, পর্যাপ্ত টেকনিশিয়ান পেলেই ২৪ ঘণ্টা ব্লাড ব্যাংক চালু রাখা সম্ভব। আমরাও উপরমহলে এই দাবি জানিয়েছি।