|
---|
সেখ মহম্মদ ইমরান,মেদিনীপুর: “ব্লাডরুট অর্গানাইজেসন” ও “ইন্ডিয়ান পটাশ কোম্পানি”র যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি। সংস্থার সম্পাদক পার্থ মল্লিক ও ঈশিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল রক্তদান কর্মসূচি বলে জানা গেছে। এদিন রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন খড়গপুর ব্লাড ব্যাংক। শিবিরে মোট ২৫জন রক্তদাতা রক্তদান করেন।
রক্তদান কর্মসূচিতে শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন
পশিচ্ম মেদিনীপুর ভলান্টিয়ারস ব্লাড ডোনার ফোরামে সম্পাদক জয়ন্ত মুখার্জি, শিক্ষক ও সমাজকর্মী মনিকাঞ্চন রায়, গবেষক, প্রাবন্ধিক ও সমাজকর্মী ডঃ শান্তনু পাণ্ডা, শিক্ষক ও সাংবাদিক সুদীপ খাঁড়া, সমাজকর্মী প্রতিমা রানা, সংস্থার উপদেষ্টা কান্তা বসু, কেশপুর ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক ফারুক উদ্দিন মল্লিক, সমাজকর্মী সুনীতা রায় প্রমুখ ।
এছাড়াও এদিন রক্তদান শিবিরে “রক্তকণিকা” নামে একটি স্মরনিকা প্রকাশ করা হয় অতিথিদের হাত দিয়ে