থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

দ্দাম হোসেন মিদ্দে, কাশিপুর: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশিপুরে রবিবার আয়োজন করা হয় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের। স্বস্ত্যায়নগাছি জুনিয়র হাই স্কুল মাঠে এদিন স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা অন্মেষণ এদিনের কর্মসূচির আয়োজন করে।

     

    উদ্যোক্তারা জানান এদিন ৫২ জন ব্যাক্তি রক্তদান করেন। এদের মধ্যে ৫ জন মহিলা।

     

    অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরুল ইসলাম, রক্তদাতাদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ মালি, বক্তব্য রাখেন সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ফারুক আহমেদ। এদিন উপস্থিত ছিলেন ইমরান সর্দার ও জুননুন মিস্ত্রী।