ঝড়-বৃষ্টি -তুফানকে উপেক্ষা করেই মহা রক্তদান শিবির রামপুরহাটে

 

    মোহাম্মদ রিপন- “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রান” স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বীরভূমের রক্ত আন্দোলন। আকাশের মুখ ভারী, ঝমঝম করে বৃষ্টি অনবরত পড়েই চলেছে, রাস্তাঘাটে জমেছে জল। আরাম প্রিয় বাঙালি যখন বৃষ্টি উপভোগ করতে ঘরে বসে বাংলা ধারাবাহিকে চোখ রেখেছে, ঠিক তখনই তার উল্টো ছবি ধরা পড়ল রামপুরহাটে। বীরভূম ভোলান্টিয়ারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও রামপুরহাট দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল’মহা রক্তদান শিবির’ । এই রক্তদান শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছিল রামপুরহাট পৌরভবন স্কুলের পাশেই। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজেশ মিশ্রা, শাহজাদা রাহি, সব্যসাচী ইসলাম, পৃথ্বীশ বাবু, দেবিকা দেবি ছাড়াও বহু ব্যক্তিত্ব। উদ্যোক্তাদের পক্ষে রাজেশ মিশ্রা জানান দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও বহু রক্তদাতা ক্যাম্পে এসে রক্ত দান করে গেছেন। আমরা ভবিষ্যতে এধরনের কাজ চালিয়ে যাবো। প্রতিটি যুবক ভাইদের কাছে অনুরোধ আপনারা রক্ত দান করুন এবং থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে এসে দাঁড়ান।