আমডাঙ্গা বি.এড কলেজে রক্তদান শিবির

মহঃ মফিজুর রহমান, আমডাঙ্গা : করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ বহু জায়গাতেই । ফলে ব্লাড বাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে । এমতাবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগণার আমডাঙ্গা থানার অন্তর্গত হিসাবী গ্ৰামের ৪৩ নং বুথের বাসিন্দারা । তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় “আমডাঙ্গা আদর্শ টিচারস্ ট্রেনিং কলেজ” কর্তৃপক্ষ । উভয়ের যৌথ উদ্যোগে পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে সোমবার অর্থাৎ আজ অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্যোক্তাদের বড় অংশ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক হলেও এই মহতী কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক রং ছাড়াই ।


    পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্য রক্ত সরবরাহ পর্ষদের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে বারাসাত ব্ল‍্যাড ব‍্যাঙ্কের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। ব‍্যবস্থাপনায় ছিল অল ইন্ডিয়া ভলান্টারী ব্ল‍্যাড ডোনার্স এ্যাসোসিয়েশন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আদহাটা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রাজিয়া সুলতানা। মোট ৪১ জন রক্তদান করেন। তার মধ্যে মহিলা ছিলেন ৮ জন।

    কলেজের পরিচালন সমিতির প্রতিষ্ঠাতা-সম্পাদক শেখ জহির উদ্দীন জানান, অতিমারীতে যখন রক্তদান শিবির তুলনামূলকভাবে কম আয়োজিত হচ্ছে অথচ রক্তের চাহিদা রয়েছে বিপুল সে কথা মনে রেখে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবরকম স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা এই রক্তদানের উদ্যোগকে এবং রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করেন। রক্তদাতাদের হ‍্যান্ড স‍্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।

     

    অন্যান্যদের মধ্যে রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ্ ও নজরুল গবেষক ড. শেখ কামাল উদ্দীন, সমাজসেবী সেখ ফারুল, আদহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহঃ হাশেম আলী, পঞ্চায়েত সদস্য আবদুল্লা মন্ডল, ওদুদ আলী প্রমূখ।