নেতাজি জন্মজয়ন্তীতে রক্তদান শিবির ও বইপ্রকাশ অনুষ্ঠান

নদীয়া: গত রবিবার ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবসে নদিয়ার বেথুয়াডহরী দেশবন্ধু স্মৃতি পাঠাগারে এক রক্তদান শিবির ও বইপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকাশিপাড়ার বিধায়ক মাননীয় কল্লোল খাঁ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি নিরুপম দাস, সেক্রেটারী সিদ্ধার্থ দে, ফায়ার ব্রিগেডের আধিকারিক সঞ্জয় ঢালী, কবি ও সম্পাদক নীলাদ্রি শেখর সরকার, প্রাবন্ধিক ও গবেষক ড. বিকাশ মৈত্র, চিকিৎসক মানবেন্দ্র বাড়ৈ সহ আরও অনেকে।

    এদিনের রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের প্রত্যকের হাতে পাঠাগারের পক্ষ থেকে সংশাপত্র ও নেতাজির প্রতিকৃতি তুলে দেওয়া হয়। কবি দীনমহাম্মদ সেখের ” এবং অক্ষর প্রকাশনী” থেকে প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ “গোলাপজল” ও কবি স্বপন কুমার নাথের “আলোর অভিমুখে ” কাব্যগ্রন্থ প্রকাশ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. বিকাশ মৈত্র ও কবি ও সম্পাদক নীলাদ্রি শেখর সরকার।সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ভবেশ দাস ও নমিতা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা মৈত্র।