মেয়ের জন্মদিনে রক্তদান শিবির ও কমিউনিটি কিচেন শিক্ষক পিতার

মেয়ের জন্মদিনে রক্তদান শিবির ও কমিউনিটি কিচেন শিক্ষক পিতার

     

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে চলে লকডাউন শুরু থেকেই অধিকাংশ ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য ব্লাড ব্যাঙ্কের রক্তশূন্যতা মেটাতে নিজের মেয়ে সর্বাত্মিকা দাসের জন্মদিনে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করল নদীয়ার কৃষ্ণনগরের পেশায় স্কুল শিক্ষক সৌগত দাস কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতানের আয়োজনে শহরের ইন্দিরা পল্লীতে আয়োজন করা হয় রক্তদান শিবিরের রক্তদান শিবিরে ২৯ জন রক্তদাতা রক্তদান করেন । রক্তদাতাদের মধ্যে অধিকাংশই জীবনের প্রথমবার রক্তদান করলেন। মোট ৮জন ছিলেন মহিলা রক্তদাতা। রক্তদাতাদের মধ্যে ছিলেন বিশেষভাবে সক্ষম রমেন পাইন। দুচোখে দেখতে না পেলেও রক্তদানের মাধ্যমে রমেন প্রমান করলেন। মানুষকে ভালোবাসতে লাগে হৃদয়।এছাড়াও পরিবারের আর্থিক সহযোগীতায়এলাকার সমাজসেবী মনিমা’র সাহায্যে কমিউনিটি কিচেন এর অায়োজন করা হয়।এলাকার ১৫০ জন বাচ্চাদের জন্য দুপরের খাবারের ব্যবস্থা করা হয়।পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষ্ণনগরে নাগরিকবৃন্দ।