আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও কোভিড যোদ্ধা সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান আনন্দপুরে

সেখ মহম্মদ ইমরান , মেদিনীপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কেশপুর ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তধারা” স্বেচ্ছায় রক্তদান শিবির ও গ্রামীণ চিকিৎসকদের কোভিড যোদ্ধা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করেন। এদিনই ছিল এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রথম বর্ষ উদযাপন। এদিন “একুশে মঞ্চ” থেকে কোভিড যোদ্ধা হিসেবে আনন্দপুর গ্রগতিশীল গ্রামীণ ২৭ জন চিকিৎসককে উত্তরীয়, পুষ্পস্তবক ও শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন রক্তদান শিবিরে ৫জন মহিলা সহ মোট ৩০জন রক্ত দান করেন। সংস্থার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গাছ ও পুস্পস্তবক দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার ও শিক্ষক অশোকদেব অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দপুর গ্রগতিশীল গ্রামীণ চিকিৎসক মন্ডলের সম্পাদক ড. দিলীপ পান, সমব্যথী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্নধার ও কেশপুরের রক্তদান আন্দোলনের কান্ডারী ফারুকউদ্দিন মল্লিক, মুক্তধারা-সংস্থার পক্ষে সম্পাদক অনিমেষ দত্ত, সভাপতি অনিন্দ্য বেরা সহ সঞ্জয় সখা চাবরী, সৌরভ কোলে, সোমাশ্রী নন্দী, অনিমেষ গুঁই, সুরঞ্জনা দত্ত, সুজিত ঘোষ সহ অন্যান্যরা।

    এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য গোপীবল্লভপুর এম.এস.এস হাসপাতাল ও অন্যান্য সহযোগীতায় সমব্যাথী,কেশপুর ব্লক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম, প্রান্তিক মেদিনীপুর ও ড.আম্বেদকর সোসাইটি ফর সোসিও ইকোনমিক ওয়েল ফেয়ার এন্ড ডেভলপমেন্ট প্রভৃতি সংগঠনরা এগিয়ে আসেন। এদের এগিয়ে আসার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সম্পাদক অনিমেষ দত্ত। সমগ্র অনুষ্ঠানতি সুললিত কণ্ঠে ও সুচারু ভাবে সঞ্চালনা করেন সংস্থার সভাপতি অনিন্দ্য বেরা। এমন উদ্যোগের উপস্থিত অতিথি বৃন্দ ও এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন।