নেতাজি স্মরণে রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবর্ষ উপলক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাঙামাটিতে আয়োজিত হল রক্তদান শিবির এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহযোগিতায় নেতাজি সোসিও-কালচারাল ফোরাম আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মঙ্গল প্রসাদ মল্লিক। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও শিল্পানুরাগী সিদ্ধার্থ সাঁতরা।

    উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় গোপাল বেরা, গুরু প্রসাদ মাইতি, নবনীতা মিশ্র, সুশান্ত ঘোষ, সুদীপ্ত দে, প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক বিভাগের বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন তনুশ্রী সাহা, বিউটি দাস, দেবারতী মুখার্জি, দেবলিনা চ্যাটার্জী, মিতালি সিনহা, রত্না দে, অনামিকা তিওয়ারি, সৌভিক গুড়িয়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সুভাষ ঘোষ প্রমুখ। আয়োজক কমিটির পক্ষে রাকিবুল হাসান বলেন গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে আয়োজিত এই রক্তদান শিবিরে সাইত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন। বিভিন্ন প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনি জানান ৮ই মে বিকেলে রাঙামাটির শাসমল মাঠে এই প্রতিযোগিতাগুলোর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।