|
---|
নিজস্ব প্রতিনিধি; তমলুক:
“রক্তদান জীবন দান” এই বার্তাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে গত ৫ই অক্টোবর থেকে ১২টি রাজ্য সাইকেলে পরিক্রমণ করে বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় পূর্ব মেদিনীপুরের মেছেদায় পৌঁছান হুগলির বৈদ্যবাটির যুবক জয়দেব রাউৎ। রক্তের সংকট মোচন ও সাধারণ মানুষের মধ্যে থেকে রক্ত দান করার ভয় কাটানোর উদ্দেশ্যে দেশ জুড়ে সাইকেল প্রচার করে চলছেন এই যুবক।
জয়দেব বাবুর বাড়ি হুগলির বৈদ্যবাটির চাঁপাদানিতে। পেশায় তিনি ভদ্রেশ্বরের এক জুট মিলের শ্রমিক।বারাসাত থেকে যাত্রা শুরু করে তিনি ইতিমধ্যে ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান , গুজরাট, মহারাষ্ট্র,উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ মিলে মোট ১২টি রাজ্যে রক্তদানের বার্তা পৌঁছে দিয়েছেন।
পূর্ব মেদিনীপুরের মেচেদায় পৌছালে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের পক্ষ্য থেকে সম্পাদক ড. মৌসম মজুমদার সহ অন্যান্য সদস্য জয়দেব বাবুকে শুভেচ্ছা জানায়। অরুণ শাউ আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান, অতিথি হিসেবে মেচেদায় অবস্থিত মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের অফিসের গেস্ট হাউসে রাত কাটান হুগলী জেলার বৈদ্যবাটীর বাসিন্দা জয়দেববাবু। সন্ধ্যেবেলায় মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের পক্ষ্য থেকে সংবর্ধনা জানানো হয় গাছের চারা, মেমেন্টো ও উত্তরীয় দিয়ে।
এ প্রসঙ্গে ড. মৌসম মজুমদার বলেন আজ ভীষণ মনে পড়ল ২০১২ সালে ঐ দিনটার কথা। ক্যুইজ কেন্দ্রের জন্ম হয়েছিল সদস্য শিক্ষক ভাস্করব্রত পতির নেতৃত্বে ২২ জন সদস্যের ২৬৫ কিমি সাইকেল র্যালির মাধ্যমে। সেদিন আমাদের সেই র্যালির উদ্দেশ্য ছিল প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা দিতে।
জয়দেব বাবুর এধরনের সাইকেল র্যালির উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ ভ্যালেন্টারি ব্লাড ডোনার এ্যাসোসিয়েসন। জয়দেব বাবু আরও বলেন, যুব সমাজের কাছে গিয়ে এ ধরনের বার্তা পৌঁছে দিতে আরো অনেক মানুষকে এগিয়ে আসতে হবে। তাই তিনি মূলত যুব সমাজকে লক্ষ্য করে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদানের বার্তা দিয়ে বেড়িয়েছেন।