হেল্পিং হিউম্যান অর্গানাইজেশন এর উদ্যোগে বাঙ্গিটোলায় রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের সামগ্রি বিতরণ

হেল্পিং হিউম্যান অর্গানাইজেশন  এর উদ্যোগে বাঙ্গিটোলায় রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের সামগ্রি বিতরণ

    নাজমুস সাহাদাত, মালদা: প্রতিবছর এর মতো এবারেও হেল্পিং হিউম্যান অর্গানাইজেশনের পক্ষ থেকে রতদান শিবির আয়োজন করা হয় বাঙ্গীটোলায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন , মোথাবাড়ি থানার ওসি মৃনাল চ্যাটার্জি , এস আই ফারুক হোসেন , বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের নব নিযুক্ত প্রধান তাহিদুর রহমান , পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ মিরা বিবি , বিশিষ্ট সমাজসেবী সামিউল আহমেদ এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এদিনের এই রক্তদান শিবির থেকে সংস্থার সম্পাদক “রবিউল ইসলাম জানান – প্রতি বছরের মতো এই বছরও আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমরা এই বহু মূল্যবান রক্তদান এর জন্য নতুন প্রজন্মকে উৎসাহিত করবো, এবং আমাদের এই দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই, আমরা মানুষ হয়ে জন্মেছি রক্তের অভাবে কোনো মানুষকে মরতে দেবো না এটাই আমাদের প্রধান অঙ্গীকার।  তিনি আরও বলেন,  আমরা যতদিন বাঁচবো মানুষের সেবায় লিপ্ত থাকবো, এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করবো ।  রবিউল ইসলাম মহাশয় আরও বলেন,  মালদা জেলার সবথেকে রক্তদানে এগিয়ে আমাদের কালিয়াচক ২ নং ব্লকের বাঙ্গিটোলা এলাকা।  এতে আমরা গর্ব বোধ করি ।

    এছাড়াও এদিনের এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই এলাকার প্রতিবন্ধীদের নানারকম সামগ্রি তুলে দেওয়া হয় ।  এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে মোট ১২০ জন রক্তদান করেন ।  এছাড়াও ফাউন্ডেশনের কেন্দ্রিয় নেতৃত্ব একসঙ্গে ওনারা ৪ ভাই রক্তদান করেন ।