খানাকুলে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি : শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগার ও নবদিগন্ত এর যৌথ উদ্দ্যোগে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ । অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক , আর জি কর মেদিকেল কলেজের চিকিৎসক ডক্টর নিশাদ আলি , আরামবাগ হাসাপাতালের চিকিৎসক ডা: আশিষ কুন্ডু , বিশিষ্ট শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় , সমাজসেবী জসীমউদ্দীন হক , মিসাইল মোর্তজা , আমির হোসেন , শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগারের সম্পাদক নাজিমউদ্দিন হাজারী প্রমুখ ।
জানা গেছে , এই দিন প্রায় ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ও প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় ।