মালদা আইএমএ ভবনে বিবেক বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মোথাবাড়ি: জেলায় রক্তসঙ্কট দূরিকরণে লকডাউনে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা শাখা। রবিবার মালদা আইএমএ ভবনে বিবেক বাহিনীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস। এদিন বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ ও রক্ত বিজ্ঞানের জনক ডা: কার্ল ল্যন্ডস্টাইনারের জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট সংগীতশিল্পী আর্য বন্দ্যোপাধ্যায়ের রক্তদানের উপর গান উদ্বোধন করেন।

    হাজির ছিলেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, মালদা রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী ত্যাগরুপানন্দ মহারাজ, ডিএসপি প্রশান্ত দেবনাথ, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা শাখার সম্পাদক ও রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, মালদা ব্লাড ব্যাঙ্কের বিভাগীয় প্রধান ডা: সুশান্ত ব্যানার্জি প্রমুখ। ২২ জন এদিন রক্তদান করেন। এছাড়াও ভাস্করবাবুর পরিবারের ৫ জন দেহদান ও ডা: সুভাশিষ রায়ের সহযোগিতায় বৃক্ষ রোপণ করা হয়।