|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : রক্ত সংকট মেটাতে উওরন,মানুলি সংগঠনের উদ্যোগে বামনগোলা ব্লক প্রশাসনের পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় এক রক্তদান শিবির আয়োজন করা হয় বামনগোলা ব্লকের মানুলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন করোনা আতঙ্ক কাটিয়ে উত্তরণ সংগঠনের পক্ষ থেকে বুধবার শিবির আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। তারি পাশাপাশি উত্তরণ উদ্যোগে থ্যালাসেমিয়া সচনতা করতে ৪০ জনের মোটরসাইকেল রেলী ও পথসভা করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। এদিন এই রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। সকল রক্তদাতার হাতে একটি করে চারাগাছ দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও সঞ্জিত মণ্ডল, উত্তরণ সম্পাদক জয়ন্ত বর্মন, ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াস এর সম্পাদক বরুণ সরকার, সেন্ট জন অ্যাম্বুল্যান্স রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল, প্রমূখ।