কবি প্রণামের মধ্য দিয়ে রক্তদান শিবির রাজনগরের মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয়ে, উপস্থিত CMOH 

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রবীন্দ্র জয়ন্তীতে কবি প্রণামের মধ্য দিয়ে রক্তদান শিবির আয়োজিত হল বীরভূমের রাজনগরের মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয়ে, উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে সাফল্য কামনা করলেন উপস্থিত CMOH ডক্টর শুভব্রত ঘোষ।
    রক্তদান, মহৎ দান। এই উদ্দেশ্যে ব্রতী হয়ে রাজনগরের মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছরের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।

    পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে কবি প্রণামের মধ্য দিয়ে এই রক্তদান শিবির আয়োজিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের এই অষ্টম তম রক্তদান শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চট্টোপাধ্যায় ও তার পরিবারের লোকজন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা রক্তদান করেন। এদিন মোট ৪৫ জন রক্ত দাতা রক্ত দান করেন।

    জেলা হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রজয়ন্তীর দিনেই যে রক্তদান শিবির আয়োজিত হল, তা কবিগুরুর জীবনাদর্শ ও মানবিকতাকেই কুর্নিশ করা হল বলে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

    CMOH ডক্টর শুভব্রত ঘোষ উদ্যোক্তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
    CMOH ডক্টর শুভব্রত ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতাল সুপার ডক্টর প্রকাশ চন্দ্র বাগ, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী , রাজনগরের BMOH ডক্টর তীর্থঙ্কর সিনহা, চন্দ্রপুর থানার ওসি , বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনেরা।