|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, পাঁশকুড়া: করোনা আবহের মধ্যে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদিলেন ৭১ জন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশনের পাঁশকুড়া পৌর ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা আবহের মধ্যেও ৭১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।সকল রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে মাস্ক তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন আইমার সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন(ভাইজান) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বর্তমান করোনা আবহে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানান আইমার পাঁশকুড়া পৌর ইউনিটের সম্পাদক সেক হাসান। অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় নেতৃত্ব ডঃ তিমির বরণ সিনহা বলেন, আইমার উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে গত দু- মাসে মোট ৭টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং প্রায় ৪০০ ইউনিট রক্ত জেলার বিভিন্ন ব্ল্যাড ব্যাংকে জমা করা হয়েছে।