পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলো বীরভূম জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গ প্রকল্পে বুধবার বোলপুর পৌরসভার সভাকক্ষে বোলপুর থানার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বোলপুর থানার সিভিক, ভিলেজ পুলিশ সহ সাধারন কিছু যুবক রক্তদান করেন। মোট ৯১ ইউনিট রক্ত সংগ্রহ করে বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই রক্ত সংগ্রহ করা হয়। যা এই অতিমারীতে রক্ত সংকট মেটাতে সাহায্য করবে। এই রক্তদান শিবিরে উপস্হিত ছিলেন বোলপুরের এসডিপিও অভিষেক রায়, বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাস, বোলপুর সিআই দেবাশীষ চট্টরাজ, বোলপুর পৌরসভার সহ অনান্য বিশিষ্টজনেরা।

    কোরনা আবহে কালে বীরভূম পুলিশ এমনিতেই একাধিক মহতী উদ্যোগ নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে। জনসাধারনকে সচেতনতা করার পাশাপাশি দুঃস্হ মানুষের মুখে খাদ্য বিতরন করা সহ একাধিক সেবামূলক কাজকর্ম করে আসছে। তারসঙ্গে রক্তদান শিবির এক উল্লেখযোগ্য আয়োজন জেলা পুলিশের তরফে। পুলিশের এই মহতী রক্তদান প্রসঙ্গে সমাজকর্মী বীরভূম ব্লাড ভলেনটারি ডোর্নাস এ্যসোসিয়েশনের সম্পাদক নুরুল হক বলেন, জেলাতে যখনই রক্ত সংকট দেখা দিয়েছে তখনই পুলিশ এগিয়ে এসেছে। বোলপুর সহ জেলার বিভিন্ন থানায় রক্তদানের মতো মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রক্তবীরদের ধন্যবাদ জানাই।