|
---|
হামিম হোসেন মণ্ডল, বেলডাঙ্গা : মানুষের রক্তল্পতা দূরিকরণের লক্ষ্য নিয়ে এবং জরুরি ভিত্তিতে রক্তের যোগান দেওয়ায় নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করতে ও আগ্রহ বাড়াতে শুক্রবার বিকেলে বেলডাঙ্গার মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (শহর) একটি রক্তদান শিবিরের আয়োজন করে ‘মানব বন্ধন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বেলডাঙ্গা-১ ব্লক ইউনিট। ‘মানব বন্ধন’ সারাবছর মূলত ‘রক্তদান’ নিয়েই কাজ করে থাকে।
এদিন শিবিরে প্রধান অতিথি রাখা হয়েছিল বেলডাঙ্গা-১-এর বিডিও উদয় শঙ্কর মাইতিকে। এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে বেলডাঙ্গা থানার আইসি জামালউদ্দিন মণ্ডল, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী, বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান সেখ উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরকত সেখ, গল্পকার রাজকুমার শেখ ছাড়াও স্থানীয় বিশিষ্ট জনেরা।
আয়োজনে ছিলেন ‘মানব বন্ধন’-এর সম্পাদক তারিফ হোসেন, বেলডাঙ্গা শাখার সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ সংগঠনের সদস্যরা। তারিফ হোসেন জানান, এবছর তিন হাজার রক্তদিন শিবিরের পরিকল্পধা নিয়ে কাজ চলছে। এখন মূলত নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে জেলার বিভিন্ন ব্লক এলাকায় এই শিবির হচ্ছে। প্রতিদিনই প্রায় শিবির থাকে। শিবির ছাড়াও মানুষের প্রয়োজনে ‘মানব বন্ধন’-এর রক্তদাতারা খবর পেলাই পৌঁছে যান রক্ত দিতে। এদিন ৫০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।