|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর পরিচলনায় শিবজ্ঞানে জীব সেবা-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সম্পাদক অজয় কুমার সাহা জানান এবারের রক্তদান শিবির দ্বিতীয় বছরে পরলো।৩৮জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
যারা রক্ত দিয়েছে তাদের কে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর পক্ষ থেকে একটি করে চারাগাছ ও ঠাকুরের বই দিয়া হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সভাপতি আশীষ কুমার সেন, রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সম্পাদক অজয় কুমার সাহা,ডাক্তার জয়ন্ত সিনহা, ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জী, ডাক্তার অভিজিত দেবনাথ সহ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সকল সদস্যরা। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।