বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির, কোভিড সন্মাননা প্রদান, সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

সেখ মহম্মদ ইমরান , মেদিনীপুর: করোনা অতিমারীর পরিস্থিতিতে রক্তের সংকট প্রবল। রাজ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বহু। এই পরিস্থিতিতে বাচ্চার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকেরা দিশাহীন হয়ে পড়ে। রক্তের সংকট নিরসনে এগিয়ে এলো মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন। সোমবার সকাল ১০:৩০ টায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

    রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকাল থেকে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা দেখা যায়। এদিন ৫জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেন।প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের সদস্যদের দারা কোরাস আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় ।সংগঠনের স্মরণিকা প্রকাশ করেন মেদিনীপুর মেডিকেল কলেজের CMOH ডঃ ভুবন চন্দ্র হাঁসদা ও ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ স্বামী মিলনানন্দ মহারাজ।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশিচ্ম মেদিনীপুর জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মানিয় ডা: ভুবন চন্দ্র হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মিলনানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর সত্যজিৎ সাহা।

    এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় অসীম ধর , চেয়ারম্যান মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলুন্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি, সমাজ কর্মী ঝর্না আচার্য, আনন্দ গোপাল মাইতি, লক্ষণ চন্দ্র ওঝা,মনিকাঞ্চন রায়,নরসিংহ দাস,জগন্নাথ পাত্র,উদয় রঞ্জন পাল প্রমুখ। এদিন সংগঠনের পক্ষ থেকে স্বাগত ভাষন দেন সম্পাদিকা পারমিতা সাউ,এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা গোপাল সাহা,ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা,সভাপতিত্ব করেন রোশেনারা খান। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা। এদিন সু মধুর কন্ঠে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ।

     

    দ্বিতীয় পর্যায়ে সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ , কোভিড যোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোভিড যোদ্ধা সন্মাননা প্রদান করা হয় পশ্চিম মেদিনীপুররের অতিরিক্ত জেলা শাসক Mr. Kempahonnaiah,ডাক্তার সন্ধ্যা মন্ডল ধাড়া ,ডাক্তার প্রবোধ পঞ্চধ্যায়ী, , ডাক্তার সমরেন্দ্রনাথ ত্রিপাঠি এবং সাংবাদিক সুদীপ খাঁড়া, সাংবাদিক সেখ মহম্মদ ইমরান, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল , সাংবাদিক বিশ্বনাথ দাস, সাংবাদিক সৌমেন চক্রবর্তী, সাংবাদিক তাপস মাইতি সহ অন্যান্যদের। এছাড়াও এদিন কোভিড সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ১০ জন টোটো চালকদের।দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের ডিরেক্টর ডঃ শান্তুনু পান্ডা। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।