কোভিড 19 এর জন্য দাঁইহাট ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল

রাহুল রায়ের, নতুন গতি: আজকের এই মারন রোগ কোভিড 19 এর জন্য বিশ্ব তথা আমাদের দেশ যখন আচ্ছন্ন তখন গোটা দেশ ব্যাপী রক্তের সঙ্কট চলছে সেই কথা মাথায় রেখে দাঁইহাট ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার দাঁইহাট শহরের ইন্দ্রানী লজে। এদিন একাডেমীর সদস্য,প্রাক্তন ও বর্তমান ফুটবলার মিলে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা যায়।এই নিয়ে লকডাউনের মধ্যে একাডেমী থেকে দ্বিতীয় বার সেচ্ছায় রক্তদান শিবির করা হলো।উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার প্রশাসক শিশির মন্ডল ,দাঁইহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ব্রজগোপাল হালদার, দাঁইহাট ফুটবল একাডেমির সভাপতি রনজিত চ্যাটার্জী, স্টেট ব্যাংক অব ইণ্ডিয়া দাঁইহাট শাখার ম্যানেজার অতনু মজুমদার একাডেমীর সম্পাদক নীলকান্ত রায় সহ প্রমুখ।প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে সেগুন গাছের চারা ও একটি গ্রীফট তুলে দেওয়া হয়।দাঁইহাট এস আর ফুটবল একাডেমীর এই রকম উদ্যোগকে শহরবাসী সাধুবাদ জানান।