|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষক-ছাত্র সম্পর্ককে রক্তের বন্ধনের মধ্য দিয়ে সুদৃঢ় করার লক্ষ্যে এবং করোনা আবহে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী।সমব্যথীর উদ্যোগে শুক্রবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে সবাইকে স্বাগত জানান শিবিরের মূল উদ্যোক্তা ফকরুদ্দিন মল্লিক। শিবিরে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক মনোরঞ্জন ভৌমিক, অধ্যাপক বিশ্বজিৎ সেন, শিক্ষা প্রশাসক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়,ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, শিক্ষক মণিকাঞ্চন রায়,শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী পারমিতা মন্ডল,সুনীতা রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়। এদিন শিবিরের শুরুতে উল্লিখিত অধ্যাপক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্তাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। স্বাস্থ্য বিধি ও দূরত্ব বিধি মেনে আয়োজিত এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেন তাঁদের সিংহভাগই ছাত্র। শিবিরে রক্তদান করা হাবিবুর, সরফরাজসহ অনেকের এটাই ছিল প্রথমবার রক্তদান।সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। মুখ্য আয়োজক ফকরুদ্দিন মল্লিক বলেন, বর্তমানে রক্তের বিপুল সংকট চলছে, আজকের শিবির সেই সংকট মেটাবার ক্ষুদ্রতম প্রয়াস। এই শিবিরকে সাফল্যমন্ডিত করতে যে সব রক্তদাতা এগিয়ে আসেন এবং আয়োজন কে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে উল্লেখ যোগ্য ভূমিকা নেন তাদের বেশিরভাগই ফকরুদ্দিন মল্লিক এর ছাত্র। ফকরুদ্দিন মল্লিক এই ছাত্রদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এদিন শিবির আয়োজনে সহযোগিতা করেন মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক।