|
---|
নিজস্ব সংবাদদাতা: রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বেলিয়াঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়,বেলিয়াঘাটা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায়। উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবারও এই সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে শতাধিক নারী,পুরুষ রক্তদান করে, পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ।
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের মহৎ কাজ যত হবে সমাজ আরো বেশি এগিয়ে যাবে। তাই সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই জাতীয় অনুষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান কর্মাধ্যক্ষ করেন। বর্তমান রাজ্য সরকার যেভাবে সামাজিক সংগঠনগুলিকে বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার ফলেই সমাজ ব্যবস্থায় আরও সক্রিয়তা লক্ষণীয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে আগামী দিনগুলোতে এই জাতীয় অনুষ্ঠান ভালোভাবে করার জন্য যেকোনো সহযোগিতায় পাশে থাকার আহ্বান জানান আয়োজক কমিটিকে। অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জনপ্রতিনিধি ইফতিখার,ইচাহক সর্দার, হাজী আব্দুর রব,আরব বিল্লা, গিয়াসউদ্দিন, সুনীলবরণ ঘোষ, আজিজ,অনুষ্ঠান টি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করে সওকাত, সামসুল হুদা,মোহিত মল্লিক, রাকিবুল ইসলাম, তোহা,বাপি প্রমুখ।