|
---|
মালদা: করোনা সংক্রমণের মধ্যে থ্যালাসেমিয়া রোগীর কথা ভেবে বামনগোলা ব্লকের একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শনিবার ওই ব্লকের গোবরাকুড়ি পঞ্চতীর্থ মহাশ্মশানের উদ্যোগে, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় শ্মশান মেলা প্রাঙ্গনে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এদিন ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং নতুন প্রজন্মের সদস্য অমিত তেওয়ারি ৪৮ বাড়ের রক্তদাতা শ্মশান মেলায় রক্তদান করে মানবিকতার নজির গড়লেন । সকল রক্তদাতাকে সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন পাকুয়াহাট গোবরাকুড়ি পঞ্চতীর্থ মহাশ্মশানের সম্পাদক গোবিন্দ হালদার পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, সম্পাদক বরুন সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল , নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা প্রমুখ।