স্বেচ্ছায় রক্তদান শিবির জঙ্গিপুরে অনুষ্ঠিত হলো

আব্দুস সামাদ, জঙ্গিপুর: সেভ হিউম্যানিটি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জহিদুর রহমান ও কো-অর্ডিনেটর আবেদা সুলতানার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌর সভার প্রশাসক মোজহারুল ইসলাম,বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মো ফুরকান,জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভানেত্রী হালিমা খাতুন,জঙ্গিপুর গিনি হাউসের কর্ণধর রেজাউল করিম,সমাজ সেবি বিজয় কুমার জৈন,জেলা পরিষদ সদস্যা রুবিয়া সুলতানা সহ্য শুভঙ্কর সরকার। এছাড়াও আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ও সদস্যবৃন্দরা। আজকের এই অনুষ্ঠান থেকে প্রায় পঞ্চাশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ৷

    থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান আজকের উদ্যোক্তরা ৷আজকের সভা থেকে বিশিষ্ট ব্যাক্তি সহ্য বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাংবাদিক বন্ধুদেরও সংবর্ধিত করা হয় ৷আজকের সভায় উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে রক্তদানের বিভিন্ন পজেটিভ গুলি তুলে ধরেন ৷ সকলেই একমত হন যে মানুষের পাশে থাকতে,মানব সেবা করতে স্বেচ্ছায় রক্তদান মহৎ একটি দান এ বিষয়ে কোন সন্দেহ নাই ! এক ফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যেতে পারে একটি জীবন ৷ তাই সকলকে এহেন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় !