সরস্বতী পূজা উপলক্ষ্যে রক্তদান শিবির কেশপুরের কোঁকাপুরে

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, মেদিনীপুর:
সরস্বতী পূজা উপলক্ষ্যে কেশপুর ব্লকের ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েতের কোঁকাপুর গ্রামের ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পশ্চিম মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
বুধবার এই রক্তদান শিবিরে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ৬২ জন রক্তদান করেন। পঞ্চম বর্ষের সরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত এই রক্তদান শিবির থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল বলে জানান রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন‌ ও ভূমি কর্মাধ্যক্ষ অনিল‌ ঘোষ।

    এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, বন‌ ও ভূমি কর্মাধ্যক্ষ অনিল‌ ঘোষ ,পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণা‌ সিং, মুগবসান গ্রাম পঞ্চায়েত সদস্যা আহেদা বিবি প্রমুখ। কোঁকাপুর ইয়ং স্টার ক্লাবের কর্মকর্তা জয়ন্ত রুইদাস জানান “আগামী দিনেও গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় আমাদের ক্লাব নিরলস প্রয়াস জারি রাখবে। শীঘ্রই থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির সংগঠিত করা হবে।” এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।