পুলিশের উদ্যোগে রক্তদান শিবির লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রুটিন মাফিক জেলার বিভিন্ন থানার উদ্যোগে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। জেলার ব্লাড ব্যাংক গুলিতে বিভিন্ন সময়ে শোনা যায় রক্ত ঘাটতির কথা। তাই জেলার মধ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা বা ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে ও ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন প্রান্তে আয়োজন করে চলেছেন রক্তদান শিবির।

    উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে করোনা পরিস্থিতির প্রাক্কাল থেকে অন্যান্য সামাজিক কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরের ও আয়োজন করে চলেছেন উৎসর্গ নামক প্রকল্পের মাধ্যমে।অনুরূপ ভাবে সোমবার জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানার নতুন ভবন চত্ত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

    আজকের এই রক্তদান শিবিরে পুলিশ সহকর্মী সহ সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে লোকপুর থানার ওসি সন্তোষ ভকত নিজেও রক্তদান করেন এবং রক্তদানে সকলকে উৎসাহ যোগান।

    এদিন থানার পুলিশ, সিভিক ও সাধারণ মানুষ সহ মোট ৪৪ জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডি.এস.পি হেড কোয়ার্টার মোহতাসিম আখতার, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, বীরভূম জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহ-সভাপতি অসীমা ধীবর, বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক কাঞ্চন অধিকারী, লোকপুর থানার পুলিশ ও সিভিক কর্মী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

    এদিন লোকপুর থানার পক্ষ থেকে সকল রক্তদাতাদের একটি করে শংসাপত্র প্রদান করা হয়। বীরভূম জেলা পুলিশ ও লোকপুর থানার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।