পাকুয়াহাট সমবেত প্রয়াস এবং ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর উদ্যোগে রক্তদান শিবির মালদায়

নতুন গতি,মালদাঃ পাকুয়াহাট সমবেত প্রয়াসের উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, পাকুয়াহাট সালালপুর বটতলায় রক্তদান শিবির অনুষ্ঠিত করাহয়। করোনার ভয়াবহ প্রকোপে তৈরি হয়েছে অজানা আতঙ্কের । ফলে রক্তদান শিবির প্রায় বন্ধ। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল রক্তের অভাবে তীব্র রক্ত সংকট ধুঁকছে। ব্লাড ব্যাঙ্কের রক্তের ভাঁড়ার শূন্য। এই ভয়াল পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কে সামান্য প্রাণসঞ্চার করতে এগিয়ে এলেন বামনগোলা ব্লকের ২০ জন রক্তদাতা।

    সকল রক্তদাতাকে একটি করে চারাগাছ দেওয়া হয়। শিবিরে রক্তদাতা উদ্বুদ্ধ করতে এগিয়ে আসেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ও সম্পাদক ডা: তুষার কান্তি বণিক ও বরুণ কুমার সরকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির সদস্য সজল ঘোষ মহাশয় প্রমূখ। শিবির পরিচালনা করেন তপন রায় ও সুশান্ত সরকার মহাশয় । সংকটময় মুহূর্তে তৃতীয় রক্তদান শিবির করার জন্য পাকুয়াহাট সমবেত প্রয়াসকে সাধুবাদ ও সকল রক্তদাতার ভাবি জীবন মঙ্গল কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়।