|
---|
নিজস্ব সংবাদদাতা: সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের ডি এ ভি পাবলিক স্কুল। ডিএভি স্কুলের উদ্যোগে এবং মেদিনীপুর ছাত্র সমাজের সহযোগিতায় শুক্রবার সকালে ডি এ ভি স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন দিয়েছে।
রক্তদানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী-নিরাপত্তারক্ষীবৃন্দ।রক্তদেন বিদ্যালয়ের প্রাক্তনীরা, অভিভাবক-অভিভাবিকরা ও শুভানুধ্যায়ীবৃন্দ। পাশাপাশি রক্তদেন মেদিনীপুর ছাত্র সমাজের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা। এদিনের শিবিরে সবাইকে স্বাগত জানিয়ে,রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন স্কুলের প্রিন্সিপাল বনমালী বিসওয়াল।এ মহতী শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাঃ শ্যামল কুমার পট্টনায়েক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীপঙ্কর মন্ডল, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল,চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।
মেদিনীপুর ছাত্র সমাজের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অনিমেষ প্রামাণিক, কোষাধ্যক্ষ কৌশিক কঁচ প্রমুখ। বিদ্যালয়ের কো-কারিকুলার এক্টিভিটি ইন চার্জ শিক্ষিকা সোমা চট্টরাজ জানান,সবার সহযোগিতায় আগামী দিনেও তারা এই ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিজেও রক্তদান করেন ডাঃ দীপঙ্কর মন্ডল।