|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা গড়বেতা কলেজের অধ্যক্ষ ড.হরিপ্রসাদ সরকার ও শিক্ষিকা শম্পা সরকারের ছেলে সৌরভ সরকারের ২৯তম জন্মদিন ছিল শুক্রবার।এই জন্মদিন উপলক্ষ্যে এবং বর্তমান সংকটকালীন সময়ে রক্তের চাহিদা কিছুটা হলেও পূরণের লক্ষ্যে সরকার পরিবারের উদ্যোগে এবং হবিবপুর বিদ্যুৎ বাহিনী এ্যাথালেটিক ক্লাবের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে সরকার পরিবারের শুভানুধ্যায়ীরা, পরিচিতরা এবং ক্লাবের সদস্যসহ অন্যান্যরা রক্তদান করেন। শিবিরের উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, প্রাক্তন কাউন্সিলর অণিমা সাহা, রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি,অসীম ধর, ক্লাবের সভাপতি ড.দিলীপ মাইতি, সম্পাদক জয়ন্ত কামিল্যা, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছিলেন ক্লাবের কর্মকতা ও সদস্যগণ। শিবিরে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় ড.হরিপ্রসাদ সরকার সবাইকে ধন্যবাদ জানান।
হরিপ্রসাদ বাবু এদিন নিজেও রক্তদান করেন। উল্লেখ্য সৌরভ সরকার বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে কর্মরত রয়েছেন।