|
---|
নিজস্ব প্রতিনিধি : আজ শুক্রবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি রক্তদান শিবিরের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা “মালদা ব্লাড আর্মি।” সহযোগিতায় ছিলো আর এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নতুন আলো।’
গতবছর আজকের দিনেই ঘটেছিল এক দুঃখ্যজনক ঘটনা যা সকল ভারতবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছিল। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় জংগী হামলায় প্রায় ৪৫ জন সি আর পি এফ সৈন্য শহিদ হয়েছিলেন। আর তাদেরই শ্রদ্ধা জানাতে এইদিন রক্তদান শিবিরের আয়োজন করেন তারা।
সংস্থার সম্পাদক রাহুল আলি বলেন “আজকের দিনে আমাদের দেশে যা ঘটেছিল তা সকলেরই জানা। এই ১৪ই ফেব্রুয়ারি যেন ভারতের মানুষদের মনে দুঃখের ছায়া ফেলে দিয়েছে। তাই আজ পুলওয়ামা শহিদদের স্মরণেই আমাদের এই রক্তদান শিবির। শিবিরে প্রায় ২০জনের মতো রক্তদাতা আজ রক্তদান করেছেন।” রক্ত দাতা এবং মালদা ব্লাড ব্যাংকের কর্মীরাও এই সংস্থা কে সাধুবাদ জানিয়েছেন।