|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা মহামারী ও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো হযরত বালক শহীদ পীরবাবা ওয়াকফ এস্টেট ও আলোর দিশা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রবিবার সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের ফকির কুঁয়া মাজার শরীফ প্রাঙ্গনে সাইয়ে়দুস শুহাদা হযরত ইমাম হোসেন (আ:) স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন শিবিরে মোট রক্তদাতার সংখ্যা ছিলো ৫০জন ।
রক্তদান শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের সি এম ও এইচ ডা: ভুবনচন্দ্র হাঁসদা।
এছাড়াও রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তী, সমাজসেবী সৌমেন খান, ডাঃ গোলক মাঝি, ডঃ ইরশাদ আলী, রাজকুমার দাস , আব্দুল ওয়াহেদ, সেখ হাবিবুর রহমান, শ্রী সব্যসাচী সেনগুপ্ত প্রমুখ বিশিষ্টরা। এমন উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী