বিদ্যালয় প্রতিষ্ঠা উপলক্ষে রক্তদান শিবির সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: অজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উদ্যোগে দিনটিকে রক্তদানের মাধ্যমে উদযাপন করা হয়। গ্রীষ্মকালীন রক্তের সংকট দূরীকরণে স্কুলের এক পদক্ষেপ।

    বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় রক্তদান শিবির।
    আগামী দিনে যেন রক্তের অভাবে কেউ অসুস্থ না হয়ে পড়ে, সেই কথা মাথায় রেখে রক্তদান শিবিরের উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।

    স্কুলের প্রধান শিক্ষক আসিস গঁড়াই জানান বেশ কিছুদিন আগে একটি রক্তদান শিবিরে আমন্ত্রণ পেয়ে সেখান থেকেই বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মোটিভেশনে আমরাও স্কুলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই শিবিরে কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আগামী দিনে ও ধারাবাহিকভাবে এই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দেন।
    সিউড়ি ব্লাড ব্যাংক থেকে টেকনিশিয়ান রা এসে রক্ত সংগ্রহ করেন।

    এই শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ী ১ নং ব্লক সভাপতি রত্নাকর মন্ডল, তিলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্ধ্যা দায়, অঞ্চল প্রেসিডেন্ট মোসেম আলী খান, প্রাক্তন প্রধান শিক্ষক সফিকুল আলম প্রমুখ।