|
---|
সাকিব হাসান ,নতুুুন গতি, সোনারপুর:
আজ সোনারপুর GRP(গভর্মেন্ট রেলওয়ে পুলিশ)এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর GRP প্রধান প্রশাসক ঋকবেদ সাহা তৎসহ উপস্থিত ছিলেন SI কিশোর লাল দাস সহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ।
উক্ত অনুষ্ঠানে আনুমানিক রক্তদান করেন কমবেশি ৭৫ জন রক্তদাতা।
মূলতঃ করোনা এবং বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজন কে অগ্রাধিকার দিয়ে আজকের এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোনারপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে।