|
---|
নিজস্ব প্রতিবেদক: ঘোষ পরিবারের উদ্যোগে ব্লাডরুট অর্গানাইজেশনের সহযোগিতায় ঘোষ পরিবারের সদস্য রাকেশ ঘোষের জন্মদিন উপলক্ষে কেশপুর ব্লকের নরসিংহ্পুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির। এদিন প্রথম রক্তদান করেন রাকেশ ঘোষ। রক্তদান শিবিরে রক্তদান করেন ৬ জন মহিলা সহ মোট ৩৫ জন। সর্ব কনিষ্ঠতম রক্তদাতা শ্রাবণী আধিকারি (বয়স ২১বছর)। বেশির ভাগ রক্তদাতা ছিলেন “প্রথম রক্তদাতা” । প্রদীপ প্রজ্জ্বলিত করে এদিনের শিবিরের শুভ সূচনা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও সমাজকর্মী ডঃ শান্তনু পাণ্ডা, রক্তদান আন্দোলনের পথপ্রদর্শক ও ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের চেয়ারম্যান অসিম ধর, বিশিষ্ট ব্যক্তিত্ব চিত্তরঞ্জন ঘোষ, যুগল চন্দ্র আধিকারি, রক্তদান আন্দোলনের সদস্য প্রতিমা রানা, সুনীতা রায়, ফারুক উদ্দিন মল্লিক, সৌমেন পাল, পার্থ প্রতীম মল্লিক, কেকা মণ্ডল, সুমন ভুঁইঞা, অতনু কোলে ও প্রিয়ঙ্কা রানা প্রমুখ।
এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার মানুষ । যুব সমাজকে রক্তদানে উৎসাহ দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন রাকেশ বাবু। সমগ্র অনুস্ঠান পরিচালনা ও সহযোগিতা করেছেন নরসিংহপুর মা শীতলা ক্লাবের সদস্যগণ।