|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শিশু দিবস উপলক্ষে রবিবার সকালে একটি রক্তদান শিবিরের আয়োজন করল রাজা ব্রাদার্স হেল্প ফাউন্ডেশন। এ দিন সকাল দশটা থেকে সুজাপুরের গয়েশবাড়ি ইয়ংমেন্স ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবির হয়েছে। শিবিরের ৭০ জন রক্তদাতা রক্ত দান করেন।
পাশাপাশি এদিন বিকেল চারটা থেকে শিশু-কিশোরদের উৎসাহিত করতে প্লাস্টিক বলের একটি ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সর্দার টুর্নামেন্ট নামে এই ক্রিকেট প্রতিযোগিতা আজ রাতভর চলবে।
রাজা ব্রাদার্স হেল্প ফাউন্ডেশনের পক্ষে সাহিন আখতার( রাজা সর্দার) বলেন, জেলায় রক্ত সংকট চলছে। মালদা মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংকে রক্ত সংকটের জেরে রোগীরা সমস্যায় পড়ছেন। সে কারণে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শিশু-কিশোরদের উৎসাহ দিতে ক্রিকেট প্রতিযোগিতাও হচ্ছে।