|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: রাজ্য সরকারের উৎসর্গ প্রকল্পের অঙ্গ হিসেবে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ইলামবাজার থানার ব্যাবস্হাপনায় থানা চত্বরে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল দশটা থেকে এদিনের রক্তদান শিবিরে মোট ১০৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় বলে জানা গেছে। ইলামবাজার থানায় কর্মরত পুলিশ আধিকারিক থেকে কনস্টেবল, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ সহ স্হানীয় মানুষও পুলিশের এই মহতী উদ্যোগে সামিল হয়ে রক্তদান করেন।
রক্তদাতাদের সংবর্ধনা জানাতে উপস্হিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়। সংবর্ধনা জানান থানার ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় ঘোষ সহ বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরকে পরিচালনা করতে ইলামবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশা- তোমার আমার সবার ” সহ বেশ কিছু সামাজিক সংগঠন বিশেষ সহযোগী হিসেবে রক্তদান শিবিরটি পরিচালনা করতে সহায়ক ভূমিকা নেয়। রক্তদান শিবিরের পাশাপাশি কোভিড বিষয়েও সচেতন করা হয় জনসাধারনকে। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায় বলেন, উৎসর্গ প্রকল্পে রোটেশন অনুযায়ী প্রতি মাসে সব থানায় ক্যাম্প হয়। এদিন ইলামবাজার থানায় ক্যাম্প হচ্ছে। তিনি সাধারন মানুষকে রক্তদানে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
রক্তদান শিবিরের পাশাপাশি থানায় কর্মরত সিভিক ভলেনটিয়ারদের নিয়ে এদিন দুর্ঘটনায় আহত মানুষকে কিভাবে, কোন পদ্ধতিতে তড়িঘড়ি রাস্তা থেকে তুলে আনতে হয় ও হাসপাতালে পৌছে দিতে হয় সেই বিষয়ে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল সিভিক সহ পুলিশ কর্মীদের প্রশিক্ষন দেয়।