তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

বাবলু হাসান লস্কর: জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিমপীঠ বিদ্যা রায় মোড় সংলগ্ন বৌদ্ধবিহার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বর্তমান সময়ে রক্ত সংকটের সমাধানের উদ্যোগে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে এমনি রক্তদান শিবির।

    এখানে রক্ত দাতাদের রক্ত সংগ্রহ করেন কলকাতা OM ব্লাড ব্যাঙ্ক আর এই রক্তদান শিবিরে আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামীমা সেখ, সুন্দরবন জেলার নবনির্বাচিত সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন জেলায় আই এন টি টি ইউ সি সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পূর্বের বিধায়িকা তথা সুন্দরবন জেলার চেয়ারপারসন নমিতা সাহা, জয়নগর বিধানসভা বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, সুন্দরবন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার, বিশিষ্ট চিত্র অভিনেতা জয় গাঙ্গুলি,জয়নগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খান ও জয়নগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মন্ডল,জয়নগর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্ণ কান্তি হালদার,দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাসেম রসুলি, জেলা পরিষদের সদস্যরা হাসনাবানু শেখ ও মহামায়া নস্কর,টিম তৃণমূল কংগ্রেসেরসভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখ। মূলত জয়নগর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল নস্কর ও কর্ণ কান্তি হালদার এর প্রচেষ্টায় এই রক্তদান শিবির। সমগ্র রক্তদান উৎসবের সঞ্চালনা করেন প্রশান্ত কুমার হালদার। এই রক্ত দান শিবিরে ৩৫০ জন রক্তদাতা রক্ত দান করেছেন । রক্তদান কে ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা যা উৎসবে পরিণত করেছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত রক্তদান এমনই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সাধুবাদ জানায় সাথে সাথে আগামী দিনে এমনই রক্তদান উৎসব হবে, এমনই আশাবাদী ।