তরুণ সমাজকর্মী জগন্নাথ পাত্রের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৫০ জন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সামাজিক সংগঠন জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের কর্ণাধার তরুণ সমাজকর্মী জগন্নাথ পাত্রের জন্মদিন ছিল রবিবার।আর এই জন্মদিনকে সামনে রেখে শনিবার ঐক্যমঞ্চের উদ্যোগ্য এবং টীম রক্তযোদ্ধা, ইচ্ছেডানা ,বালিজুড়ি মা শীতলা ক্লাব,শালবনী ভৈরব বাহিনী ক্লাব,ঐশ্বর্য গোল্ড প্যালেসের সহযোগিতায় শালবনী ব্লকের বালিজুড়ি গ্রামে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।

    এই শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির সবাইকে স্বাগত জানান সমাজকর্মী জগন্নাথ পাত্র ও ঐক্যমঞ্চের সভাপতি প্রবীর কুমার লায়েক। উপস্থিত ছিলেন জয়েন্ট বিভিও দেবব্রত কোনার,বন বিভাগের আধিকারিক পাপান মোহান্ত, কৃষি আধিকারিক পঙ্কজ ওঝা,বিডিএমও অরিজিৎ পাত্র, সমাজসেবী গোপাল সাহা,প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, প্রসূন কুমার পড়িয়া,ভূপাল প্রসাদ চক্রবর্তী, সায়ন চক্রবর্তী, সুব্রত দাস,সঞ্জয় নামতা,চলচ্চিত্র নির্মাতা অরিজিৎ সিনহা, শিক্ষক মণিকাঞ্চন রায়, শিবপ্রসাদ কুন্ডু, সুদীপ কুমার খাঁড়া, সোমনাথ হালদার,স্বাস্থ্যকর্মী তপন কুমার সিংহ, সমাজকর্মী সৌরভ ব্যানার্জী, মুস্তাফিজুর রহমান, সেক আকবর সুস্মিতা কুন্ডু,রাজশ্রী মন্ডল,প্রতিমা রানা, সুনীতা রায়, পারমিতা সাউ,পিন্টু সাউ, গৌতম দেব, সুদীপ্তা মহাপাত্র,গার্গী সামন্ত, গোপাল সামন্ত,তন্ময় চক্রবর্তী,তরুণ ডোগরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।রক্ত সংগ্রহ করেন ডেবরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এদিন রক্তদান আন্দোলনের কর্মী জগন্নাথ পাত্র নিজেও রক্তদান করেন।