সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিকের ২৬ তম জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির

নতুনগতি, ওয়েব ডেস্ক : চিরাচরিত রীতির একটু বাইরে বেরিয়ে জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথীর উদ্যোগে সমব্যথীর কর্ণাধার, বিশিষ্ট সমাজসেবী ও রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিকের ২৬ তম জন্মদিন উপলক্ষ্যে ওয়েস্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব ও কেশপুর ভলান্টারি ব্লাড ফোরামের সহযোগিতায় মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।

    সোমবার আয়োজিত এই শিবিরে সবাইকে স্বাগত জানান ফাকরুদ্দিন মল্লিক। শিবিরে উপস্থিত ছিলেন ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি,নারায়ণগড় শাখার সম্পাদক ডাঃ জগদীশ মাইতি,পরিবেশ প্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, ওয়েস্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাবের সম্পাদিকা নবনীতা মিশ্র, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা, অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজসেবী জামশেদ আলি, সুমন চ্যাটার্জী,রক্তদান আন্দোলনের কর্মী প্রতিমা রানা, সুনীতা রায়, মুস্তাফিজুর রহমান,পার্থ প্রতিম মল্লিক,সেক রাজ,সাইক্লার্স ক্লাবের রাজীব গুহ, ঋক চৌধুরী,সমাজসেবী সুশান্ত ঘোষ, দেবব্রত পাত্র, ড.শান্তনু পান্ডা,মধুমিতা দাস,সোমা মন্ডল,শ্রেয়া চক্রবর্তী,গৌতম দেব, বৃষ্টি মুখার্জি,জগন্নাথ পাত্র, রীতা বেরা, জালাল মল্লিক সহ ফাকরুদ্দিন মল্লিকের অন্যান্য শুভানুধ্যায়ীরা।

    শিবির চলাকালীন রঙ তুলির সাহায্যে ফাকরুদ্দিন বাবুর একটি ছবি এঁকে তাঁর হাতে তুলে দেন বিশিষ্ট চিত্রশিল্পী রানা দাস। জন্মদিনের কেক কাটা হয় ফাকরুদ্দিন বাবুর সহযোগী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে। পুষ্পস্তবক, চারাগাছ সহ অন্যান্য উপহারে ফারুকবাবুকে শুভেচ্ছা জানান তাঁর শুভানুধ্যায়ীরা। পাশাপাশি সাঁওতালি বাদ্যযন্ত্রের সুরে ফারুক বাবুকে শুভেচ্ছা জানানো হয় শুভানুধ্যায়ীদের উদ্যোগে। এদিনের শিবিরে ফারুকবাবুর সহযোগী ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ।উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ জন্মদিনকে সামনে রেখে এই ধরনের রক্তদান কর্মসূচি গ্রহণ করার জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ফারুকবাবু সহ অন্যান্য আয়োজকদের প্রশংসা করেন।