|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মি ও গড়বেতা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার গড়বেতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো রক্ত দান শিবির।করোনা আবহে মাঝেই রক্তের সঙ্কট মেটাতে আয়োজিত এই রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন।যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য ২৩ জন মহিলা রক্তদাতা রক্তদান করেন।।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম ড়বেতা ১’নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ ওয়াসিম রেজা, গড়বেতার বিএমওএইচ সঞ্চিতা কর্ম্মকার, জয়েন্ট বিডিও শিলাদিত্য জানা, গড়বেতা ১’নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ,গড়বেতা স্পোর্টস এ্যন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি জয় রায়, গড়বেতা ১১নং অঞ্চলের প্রধান শ্যামল বাজপায়ী, গড়বেতা ৩ নং অঞ্চলের প্রধান খোদেজা বিবি, সৌমেন দত্ত , তাপস চন্দ্র সুব্রত নিয়োগী,শ্যমল সাহা, তন্ময় রায়, দেবব্রত সিংহ , শালবনি ছত্রছায়ার নতুন ঘোষ ,মানবতার বন্ধুর চন্দন মাইতি ,শুভজিৎ বাগ,জয়দ্বীপ ব্রম্ভ, মুস্তাফির রহমান, সেক রাজ সহ অন্যান্যরা।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী অনির্বাণ পাল ।সমস্ত রক্তদাতা,সকল সদস্য /সদস্যা ,ব্লক প্রশাসন ও সহযোগী সবাইকে সিভিল আর্মি স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।