|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে জেলা ব্যাপী বীরভূম জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ নামক প্রকল্পের মাধ্যমে থানায় থানায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুরূপ ভাবে মঙ্গলবার রাজনগর থানার ব্যবস্থাপনায় স্থানীয় ডাকবাংলোয় অবস্থিত নজরুল ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত৷ সমাজের সামাজিক কাজে তথা রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মোতাসিম আক্তার, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক,রাজনগর থানার ওসি পার্থ কুমার ঘোষ,রাজনগর রেঞ্জ অফিসার কুদরতে খোদা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ কর্মী সহ সিভিকভলিন্টিয়ার ও স্থানীয় যুবকরা এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আগত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এদিন রক্ত সংগ্রহে বিশেষ সহযোগিতা করেন৷ উপস্থিত সকলকে আয়োজকদের তরফে আপ্যায়িত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন রাজনগর রাজ পরিবারের সদস্য তথা সাংবাদিক মহঃ সফিউল আলম।