|
---|
নিজস্ব সংবাদদাতা তমলুক: কোভিড পরিস্থিতির কারণে আগের মতো রক্তদান শিবির হচ্ছে না। তার ওপর ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত মানুষের ভ্যাকসিন হওয়ার জন্য অনেকেই রক্তদান করতে পারছেন না।এর ফলে রক্তের সংকট ক্রমশ তীব্র হয়ে উঠেছে।’ রক্তের সংকট মোচন করতে আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে তমলুকে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক করণ অফিসে রক্তদান শিবিরের আয়োজন করে সম্পূর্ণভাবে কোভিড বিধিকে মান্যতা দিয়েই। এদিন শিবিরে বেশ কয়েক জন মহিলা সহ ৫০ জনের বেশি রক্তদাতা রক্ত দান করেন।রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায়।রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের হাতে উপহার হিসেবেএকটি করে স্মারক তুলে দেওয়া হয়। প্রথমবার রক্ত দান করতে এসে তমলুকের রক্তদাতা কুহেলি মাজী বলেন, “আজ বিশ্ব রক্তদাতা দিবস এমন একটা বিশেষ দিনে রক্ত দান করে খুব আনন্দিত, আগামী দিনে আরও রক্ত দান করব এবং বন্ধুদের রক্তদানে উৎসাহিত করব।”