জলঙ্গী ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির 

জলঙ্গী ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির

    নিজস্ব সংবাদদাতা, জলঙ্গী:  দেশে যখন রক্তের ঘাটতি। এই রক্তের ঘাটতি মেটাতে ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিডিও এর উদ্যোগে জলঙ্গী কমিউনিটি হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এসে রক্তদান করে যা ছিল চোখে পড়ার মতো। এই শিবিরে মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছে। বিশেষ করে VBDC গ্রুপের সদস্য-সদস্যাদের অনেকেই স্বেচ্ছায় রক্ত দিয়েছে। তবে এই শিবিরে বেশির ভাগ মহিলাদের উপস্থিতি ও স্বেচ্ছায় রক্তদান করা যার জন্য ব্লক প্রশাসন সাধুবাদ জানিয়েছে।

    প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ, সার্টিফিকেট ও কিছু উপহার সামগ্রী। এদিন উপস্থিত ছিলেন,  জলঙ্গী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শোভন দাস, জলঙ্গী থানার OC উৎপল দাস, জয়েন বিডিও অসিম কুমার হালদার মহাশয় ও অন্যান্য আধিকারিকগন মহাশয়। জলঙ্গীর বিডিও শোভন দাস মহাশয় জানায়-মুমূর্ষু রুগীর প্রাণ বাঁচাতে ও রক্তের ঘাটতি মেটাতে এবং নতুন ভোটারদের উজ্জীবিত করবার উদ্দেশ্যে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।