জঙ্গলমহল উত্তরণ মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির*

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে।করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলমহল উত্তরণ মঞ্চে। সংগঠনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের কুতুরিয়া জুনিয়র হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কুতুরিয়া জুনিয়র হাইস্কুল কর্তৃপক্ষ ও পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তির এই উৎসবের মরসুমে আয়োজিত এই শিবিরে নারী-পুরুষ মিলিয়ে ৩৮ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে সবাইকে স্বাগত জানান জঙ্গলমহল উত্তরণ মঞ্চের কর্ণাধার জগন্নাথ পাত্র।

     

    এদিনের শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শিক্ষারত্ন” সম্মানে ভূষিত ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাংশু দে, ভাদুতলা ফরেস্ট রেঞ্জ অফিসার পাপান মোহান্ত,ব্লাড ডোনার্স ফোরামের জেলা শাখার চেয়ারম্যান অসীম ধর, রক্তদান আন্দোলনের কর্মী তথা সমব্যথী সংস্থার কর্ণাধার ফাকরুদ্দিন মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজ দাস, নাগার্জুন সাউ, চন্দন সিং, জয় দাস সহ অন্যান্যরা। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে জঙ্গলমহল উত্তরণ মঞ্চের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান সমাজসেবী জগন্নাথ পাত্র।