|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: “জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের “পরিচালনায় ও ধান্যশোলা গ্রামবাসীর ব্যবস্থাপনায় শনিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের শিবিরে সবাইকে স্বাগত জানান ঐক্য মঞ্চের কর্ণাধার জগন্নাথ পাত্র। শিবিরে অতিথিদের স্বাগত জানাতে ও রক্তদাতাদের উৎসাহিত করতে আয়োজিত হয়েছিল জঙ্গলমহলের সংস্কৃতি অন্যতম অঙ্গ ধামসা-মাদলের তালে তাল নৃত্য। মোট চল্লিশ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন।
উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম চেয়ারম্যান অসীম ধর, ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ড.সুরজিৎ ঘোষাল,রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুউদ্দিন মল্লিক সমাজকর্মী সুস্মিতা কুন্ডু ,রাজশ্রী মন্ডল, সুদীপ্তা দে ,পলাশ খাঁ, শেখর মাহত,সেক্ আকবর সহ অন্যান্যরা।
ঐক্য মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথ পাত্র নাগার্জুন সাউ, জীবন মাহাত,অর্পিতা ভূঞ্যা,সুজন রায়,মনোজ সিং, রাজা দাস,আরিফ হকসহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত উত্তরণ ঐক্য মঞ্চের আদিবাসী নৃত্যের টিম এবং বিবেকানন্দ রিডিং পয়েন্টের ছাত্র-ছাত্রীরা।